সত্যবতীর জন্ম রহস্য - মহাভারত
সত্যবতী মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তার বিয়ে হয় হস্তিনাপুরের মহারাজা শান্তনুর সাথে। সত্যবতী জন্ম রহস্য - ব্রহ্মার অভিশাপে মৎস্যরুপি সর্গলোকের অপ্সরা অদ্রিকার গর্ভে ও রাজা উপরিচার বসুর বীর্য দ্বারা একটি মেয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরে এর নাম হয় 'সত্যবতী'। দাসরাজ নামক এক জেলের জালে এক বৃহৎ মাছ ধরা পরে সেই মাছের পেট ছিঁড়ে একটি ছেলে ও একটি মেয়েকে বের করে, জেলেরা সেই বিষ্ময়কর ঘটনা দেখে রাজাকে খবর দেয়। রাজা ছেলেটিকে পুত্র হিসেবে মেনে নিলেন, কিন্তু মেয়েটির শরীর থেকে মাছের গন্ধ আসার কারণে রাজা তা নাবিককে দিয়ে দিলেন। তিনি তার পিতার সেবার জন্য যমুনায় নৌকা চালাতেন। একদিন মহর্ষি পরাশর মুনি নদি পারাপারের জন্য সত্যবতীর নৌকায় ওঠেন, এবং সত্যবতীর অগাধ রুপে তিনি মুগ্ধ হয়ে সত্যবতীর সঙ্গে মিলনের কামনা করে কিন্তু কুমারী নারী হয়ে দিবা লোকে সঙ্গম করার আপত্তি করেন। পরাশর মুনি বলেন সত্যবতী তুমি কোনো সাধারণ নারী নয় তুমি ও আমাদের সন্তান দ্বারা শুরু হবে ভারতের এক নতুন অধ্যায়। সত্যবতী তার কথায় রাজি হয়, এবং সত্যবতী ...