সত্যবতীর জন্ম রহস্য - মহাভারত
সত্যবতী মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তার বিয়ে হয় হস্তিনাপুরের মহারাজা শান্তনুর সাথে।
সত্যবতী জন্ম রহস্য -
ব্রহ্মার অভিশাপে মৎস্যরুপি সর্গলোকের অপ্সরা অদ্রিকার গর্ভে ও রাজা উপরিচার বসুর বীর্য দ্বারা একটি মেয়ে জন্মগ্রহণ করেছিলেন। পরে এর নাম হয় 'সত্যবতী'।দাসরাজ নামক এক জেলের জালে এক বৃহৎ মাছ ধরা পরে সেই মাছের পেট ছিঁড়ে একটি ছেলে ও একটি মেয়েকে বের করে, জেলেরা সেই বিষ্ময়কর ঘটনা দেখে রাজাকে খবর দেয়। রাজা ছেলেটিকে পুত্র হিসেবে মেনে নিলেন, কিন্তু মেয়েটির শরীর থেকে মাছের গন্ধ আসার কারণে রাজা তা নাবিককে দিয়ে দিলেন।
তিনি তার পিতার সেবার জন্য যমুনায় নৌকা চালাতেন।
একদিন মহর্ষি পরাশর মুনি নদি পারাপারের জন্য সত্যবতীর নৌকায় ওঠেন, এবং সত্যবতীর অগাধ রুপে তিনি মুগ্ধ হয়ে সত্যবতীর সঙ্গে মিলনের কামনা করে কিন্তু কুমারী নারী হয়ে দিবা লোকে সঙ্গম করার আপত্তি করেন। পরাশর মুনি বলেন সত্যবতী তুমি কোনো সাধারণ নারী নয় তুমি ও আমাদের সন্তান দ্বারা শুরু হবে ভারতের এক নতুন অধ্যায়। সত্যবতী তার কথায় রাজি হয়, এবং সত্যবতী ও পরাশর মুনির মিলনে ফলে সত্যবতীর শরীরের মৎস্য গন্ধ ধ্বংস হয়ে শরীর থেকে ফুলের মতো সুগন্ধ নির্গত হয় , তাই তিনি 'গন্ধবতী' নামেও বিখ্যাত হয়েছিলেন। তার নামও ছিল 'যোজনগন্ধা'। সত্যবতী গর্ভবতী হয় হয় এবং পরে এক নির্জন দ্বীপে, মহর্ষি বেদব্যাস মুনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে সত্যবতীর সঙ্গে হস্তিনাপুরের রাজা শান্তনুর সাথে বিয়ে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন