দারোগাবাবু এবং হাবু ----ভবানীপ্রসাদ মজুমদার

               দারোগাবাবু এবং হাবু

               ভবানীপ্রসাদ মজুমদার 

থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু ,

 নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়োবাবু ।

 চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি ,

 দুঃখে আমি সারা দিন - রাত  ভগবানকেই ডাকি ।

 বড়দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোটো - বড়ো ,
মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো ।

সেজদা পাগল , দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে ,

গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে । 

দারোগাবাবু বললে , হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো ।

শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে , দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার জিবনের সত্য প্রেমের গল্পকথা, The true love story of my life

আমার জিবনের প্রথম প্রেমের গল্প

মধ্যস্থতা বিবাদ নিষ্পত্তির অন্যতম উপায় Mediation is one of the ways to resolve disputes