রণবীর কাপুর অন আলিয়া: আলিয়াকে বিয়ে করার পর রণবীরের এমনই হল, জীবনটা কেমন হয়ে গেল সে নিজেই জানালেন

Ranbir Kapoor On Alia: রণবীর আলিয়ার বিয় রণবীর কাপুর অন আলিয়া: আলিয়াকে বিয়ে করার পর রণবীরের এমনই হল, জীবনটা কেমন হয়ে গেল সে নিজেই জানালেন। Ranbir Kapoor On Alia: রণবীর আলিয়ার বিয়ের দুই মাস হতে চলেছে। এমন পরিস্থিতিতে বিয়ের পর কী হল অভিনেতার। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। রণবীর কাপুর অন আলিয়া: রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে হলে বিনোদন জগতে আনন্দের ঢেউ বইছিল। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দাপট ছিল দুজনের বিয়ের ছবি। এখন দুজনেই বিয়ে করতে চলেছেন দুই মাস, কিন্তু এই দুই মাসে কী পরিবর্তন হয়েছে তা রণবীর নিজেই জানিয়েছেন।<br> সম্প্রতি একটি সাক্ষাত্কারে, রণবীর কাপুর আলিয়া ভাটের সাথে তার বিয়ের পরে জীবনের পরিবর্তন সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, এত বড় কোনো পরিবর্তন হয়নি। আমরা পাঁচ বছর ধরে একসাথে আছি। আমরা ভেবেছিলাম আমরা বিয়ে করব এবং আমরাও করেছি। তবে আমাদের কিছু প্রতিশ্রুতিও ছিল। বিয়ের পরপরই আমরা নিজ নিজ কাজে চলে যাই। এক সপ্তাহের ছুটি নেবে ...