নেতাজী সুভাষচন্দ্র বসু ও ভারতের প্রথম স্বাধীন সরকার আজাদ হিন্দ সরকার
আজাদ হিন্দ সরকার : নেতাজি ভারতের স্বাধীনতার আগেই সরকার গঠন করেছিলেন। আজাদ হিন্দ সরকার ২১ অক্টোবর তারিখটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1943 সালের এই তারিখে নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতকে স্বাধীন ঘোষণা করে একটি বিকল্প সরকার গঠন করেছিলেন। এর নাম দেওয়া হয়েছিল-আজাদ হিন্দ সরকার। আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধানমন্ত্রী হলো নেতাজী সুভাষচন্দ্র বসু। ২১ অক্টোবর তারিখটি ভরত -এর ইতিহাসে খুবই বিশেষ একটি দিন । যদিও ভারত 15 আগস্ট, 1947 সালে স্বাধীন হয়েছিল, নেতাজি সুভাষ চন্দ্র বসু শুধুমাত্র 21 অক্টোবর, 1943 সালে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি ব্রিটিশদের দাসত্ব প্রত্যাখ্যান করেন এবং ভারতে একটি বিকল্প সরকার গঠন করেন। এর নাম দেওয়া হয়েছিল- আজাদ হিন্দ সরকার। ভারতের অমৃত মহোৎসব বছরে, আরজি হুকুমাত-ই-আজাদ হিন্দ তারিখটি বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ধানবাদের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে। তিনি এখানে আসা -যাওয়া করতেন। ব্রিটিশদের হাত থেকে বাঁচতে নেতাজি কয়েকবার ধানবাদে আশ্রয় নেন।...