মধ্যস্থতা বিবাদ নিষ্পত্তির অন্যতম উপায় Mediation is one of the ways to resolve disputes
বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে মধ্যস্থতা এক নতুন পন্থা । দুই বিবদমান পক্ষ নিজেদের ম বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে মধ্যস্থতা এক নতুন পন্থা । দুই বিবদমান পক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে পারে , আদালত নিযুক্ত এক তৃতীয় ব্যক্তির সাহায্যে । সেই তৃতীয় ব্যক্তি হলেন এমন একজন , যিনি আইনজীবী হিসেবে কম করে ১০ বছর সাফল্যের সাথে কাজ করেছেন । এই মধ্যস্থতাকারী বাদী ও বিবাদীকে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেবেন তাঁদের মামলার সবলতা বা দুর্বলতার জায়গাগুলো , যাতে তাঁরা বুঝতে পারেন মামলা কোন পথে যেতে পারে ৷ যেহেতু এই মধ্যস্থতাকারী মামলার সাথে কোনো ভাবেই যুঞা নন , তাই তিনি দুই পক্ষকে বুঝিয়ে চেষ্টা করবেন আপোষে মামলা মিটিয়ে নিতে ৷ তাতে দুই পক্ষেরই সময় ও অর্থ দুইই বাঁচবে
এর জন্য কোনো পক্ষকে কোনো খরচ করতে হবেনা । সব খরচ বহন করবে সরকার । মধ্যস্থতাকারীর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলার সহজে সমাধান করা সম্ভব ৷ এতে কোনো পক্ষের হার নেই । এখানে দুজনেই জিতবেন । মধ্যস্থতাকারী দুই পক্ষের সাথে আলাদা ভাবে প্রথমে কথা বলবেন । তারপর দুই পক্ষের সাথে একসাথে কথা বলে একটা গ্রহনযোগ্য সমাধানসূত্র বার করবেন যাতে দুজনের সম্মান বজায় থাকে । কিন্তু সেই মধ্যস্থতাকারী কোনোভাবেই কোনোপক্ষের কাছে প্রকাশ করবেননা যে অপরপক্ষ তাঁকে কি বলেছেন । এই গোপনীয়তা মধ্যস্থতা - র মাধ্যমে সমাধানের অন্যতম বৈশিষ্ট যা একে এক অন্য মাত্রা দিয়েছে । এইভাবে মধ্যস্থতাকারীর সাহায্য নিয়ে বেশীরভাগ দেওয়ানি মামলা বা বৈবাহিক সমস্যা , গার্হস্থ্য হিংসা , খোরপোষ , দূর্ঘটনা জনিত ক্ষতিপুরন এবং আরো অনেক মামলার সহজ সমাধান করা সম্ভব ।
আইনি মধ্যস্থতাকারী " র সঙ্গ নিলে বাদী - বিবাদী দুই দলই , মামলার সবলতা ও দুর্বলতা বুঝে নিয়ে , মেটাতে পারবেন । সমস্ত কোন্দল ই ॥ " আইনি - মধ্যস্থতাকারী " র উপস্থিতি অভিজ্ঞতা ও শ্রম , যেকোনো ভেঙে যাওয়া সম্পর্ক কে সুন্দর ভাবে জোড়া লাগাতে সক্ষম
আইনি - মধ্যস্থতাকারীর ' সামনে বাদী - বিবাদী পক্ষ , তাদের মামলার বিষয়ে আলোচনা করবেন যা যা কেবলমাত্র আদালতই সে বিষয়ে পরিষ্কার জানতে পারবেন , তাছাড়া পুরোপুরি বজায় থাকবে মামলার গোপনীয়তা
Arbitration is a new way of settling disputes. The two disputing parties can resolve the dispute through negotiations between themselves, with the help of a third party appointed by the court. The third person is someone who has worked successfully for at least 10 years as a lawyer. The mediator will explain to the plaintiff and the defendant separately the strengths or weaknesses of their case, so that they can understand which way the case may go. Since the mediator has nothing to do with the case, he will try to persuade both parties to settle the case amicably. It will save both time and money.
No party has to incur any cost for this. The government will bear all the expenses. It is possible to easily resolve a long-running case through an arbitrator There is no rate for either side. Both will win here. The mediator will talk to the two parties separately first. Then talk to both parties together and come up with an acceptable solution so that the two maintain respect. But the mediator will not disclose to any party what the other party has said to him. This privacy is one of the features of the solution through mediation that has given it a different dimension. In this way, with the help of mediators, most civil cases or marital problems, domestic violence, alimony, accidental compensation and many more can be easily resolved.
With the help of a "legal mediator", both the plaintiff and the defendant can understand the strengths and weaknesses of the case and settle them. All quarrels e. The presence of a "legal-mediator" is a combination of experience and labor, able to mend any broken relationship in a beautiful way.
In front of the 'legal-mediator', the plaintiff-defendant will discuss their case, which only the court can know clearly, and the confidentiality of the case will be maintained completely.ধ্যে আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে পারে , আদালত নিযুক্ত এক তৃতীয় ব্যক্তির সাহায্যে । সেই তৃতীয় ব্যক্তি হলেন এমন একজন , যিনি আইনজীবী হিসেবে কম করে ১০ বছর সাফল্যের সাথে কাজ করেছেন । এই মধ্যস্থতাকারী বাদী ও বিবাদীকে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেবেন তাঁদের মামলার সবলতা বা দুর্বলতার জায়গাগুলো , যাতে তাঁরা বুঝতে পারেন মামলা কোন পথে যেতে পারে ৷ যেহেতু এই মধ্যস্থতাকারী মামলার সাথে কোনো ভাবেই যুঞা নন , তাই তিনি দুই পক্ষকে বুঝিয়ে চেষ্টা করবেন আপোষে মামলা মিটিয়ে নিতে ৷ তাতে দুই পক্ষেরই সময় ও অর্থ দুইই বাঁচবে
এর জন্য কোনো পক্ষকে কোনো খরচ করতে হবেনা । সব খরচ বহন করবে সরকার । মধ্যস্থতাকারীর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলার সহজে সমাধান করা সম্ভব ৷ এতে কোনো পক্ষের হার নেই । এখানে দুজনেই জিতবেন । মধ্যস্থতাকারী দুই পক্ষের সাথে আলাদা ভাবে প্রথমে কথা বলবেন । তারপর দুই পক্ষের সাথে একসাথে কথা বলে একটা গ্রহনযোগ্য সমাধানসূত্র বার করবেন যাতে দুজনের সম্মান বজায় থাকে । কিন্তু সেই মধ্যস্থতাকারী কোনোভাবেই কোনোপক্ষের কাছে প্রকাশ করবেননা যে অপরপক্ষ তাঁকে কি বলেছেন । এই গোপনীয়তা মধ্যস্থতা - র মাধ্যমে সমাধানের অন্যতম বৈশিষ্ট যা একে এক অন্য মাত্রা দিয়েছে । এইভাবে মধ্যস্থতাকারীর সাহায্য নিয়ে বেশীরভাগ দেওয়ানি মামলা বা বৈবাহিক সমস্যা , গার্হস্থ্য হিংসা , খোরপোষ , দূর্ঘটনা জনিত ক্ষতিপুরন এবং আরো অনেক মামলার সহজ সমাধান করা সম্ভব ।
আইনি মধ্যস্থতাকারী " র সঙ্গ নিলে বাদী - বিবাদী দুই দলই , মামলার সবলতা ও দুর্বলতা বুঝে নিয়ে , মেটাতে পারবেন । সমস্ত কোন্দল ই ॥ " আইনি - মধ্যস্থতাকারী " র উপস্থিতি অভিজ্ঞতা ও শ্রম , যেকোনো ভেঙে যাওয়া সম্পর্ক কে সুন্দর ভাবে জোড়া লাগাতে সক্ষম
আইনি - মধ্যস্থতাকারীর ' সামনে বাদী - বিবাদী পক্ষ , তাদের মামলার বিষয়ে আলোচনা করবেন যা যা কেবলমাত্র আদালতই সে বিষয়ে পরিষ্কার জানতে পারবেন , তাছাড়া পুরোপুরি বজায় থাকবে মামলার গোপনীয়তা
মধ্যস্থতার মাধ্যমে মামলা মেটানোর উপকারিতা
দ্রুত নিষ্পতি কোন খরচ নেই ।
সহজ এবং গ্রহনযোগ্য সমাধান
দুই পক্ষেরই জয়
আদালতের চিরাচরিত প্রথার বাইরে গিয়ে সমস্যার সমাধান
গোপনীয়তা
সফল হলে কোর্ট - ফী ফেরত পাওয়ার সুযোগ
Arbitration is a new way of settling disputes. The two disputing parties can resolve the dispute through negotiations between themselves, with the help of a third party appointed by the court. The third person is someone who has worked successfully for at least 10 years as a lawyer. The mediator will explain to the plaintiff and the defendant separately the strengths or weaknesses of their case, so that they can understand which way the case may go. Since the mediator has nothing to do with the case, he will try to persuade both parties to settle the case amicably. It will save both time and money.
No party has to incur any cost for this. The government will bear all the expenses. It is possible to easily resolve a long-running case through an arbitrator There is no rate for either side. Both will win here. The mediator will talk to the two parties separately first. Then talk to both parties together and come up with an acceptable solution so that the two maintain respect. But the mediator will not disclose to any party what the other party has said to him. This privacy is one of the features of the solution through mediation that has given it a different dimension. In this way, with the help of mediators, most civil cases or marital problems, domestic violence, alimony, accidental compensation and many more can be easily resolved.
With the help of a "legal mediator", both the plaintiff and the defendant can understand the strengths and weaknesses of the case and settle them. All quarrels e. The presence of a "legal-mediator" is a combination of experience and labor, able to mend any broken relationship in a beautiful way.
In front of the 'legal-mediator', the plaintiff-defendant will discuss their case, which only the court can know clearly, and the confidentiality of the case will be maintained completely.
Benefits of settling a case through mediation:
There is no cost for speedy disposal.
• Easy and Acceptable Solution A win-win opportunity for both parties to go beyond the customary practice of court resolution
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন