আমার জিবনের সত্য প্রেমের গল্পকথা, The true love story of my life
আজ সবার সাথে আমার জীবনের একদম বাস্তবিক একটা অংশের একটা ঘটনা, যা আমার জীবনের সেরা অনুভূতি ; তা ভাগ করে নেব । এখন প্রশ্নটা হল এই আমিটা কে ? মহাজাগতিকভাবে বলতে গেলে , আমি একজন পৃথিবীবাসী , বৈজ্ঞানিকভাবে বলতে গেলে আমি একজন হােমে সেপিয়েন্স তথা মানুষ , রাজনৈতিক রূপে বলতে গেলে আমি ভারতবাসী , জাতিগতভাবে বলতে গেলে আমি একজন বাঙালি । কি ভাবছেন তাে , কোন পাগলের পাল্লায় পড়লাম ? তাহলে আপনাদের কৌতুহলের আর না বাড়িয়ে এবার আসল ঘটনাটা বলা যাক। আমি একজন সাধারন মানুষ , কোন বলিউড টলিউড তারকা নই , কোন কোটিপতি ব্যবসায়ী নই , কোন প্রখ্যাত
রাজনীতিবিদ বা খেলােয়াড়ও নই । অর্থাৎ সঠিকভাবে বলতে গেলে আমি কোন প্রকারের সেলিব্রিটি নই । তাহলে আপনারা আমার প্রেমকাহিনী পড়বেন কেন ? আসলে এই প্রেমকাহিনীর অন্তিম অধ্যায়ে বিচ্ছেদ নেই । তার বদলে রয়েছে মধুরেন সমাপয়েৎ । কিন্তু প্রেমের মু অঙ্কুরিত হওয়া থেকে তা মহীরুহে পরিণত হওয়ার মধ্যে একটা সুদীর্ঘ যাত্রাপথ রয়েছে । কখনাে আমার প্রেমের পথ সোজা ছিলোনা , সেই পথের বিভিন্ন বাঁকের গল্পটাই আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে । গল্প নয় , এ এক প্রেমের উপন্যাস । অসংখ্য ওঠা পড়া , হার জিতের এক আখ্যান , যা প্রতিটা অক্ষরে অক্ষরে বর্ণীত রয়েছে । সময়ের গর্ভে হারিয়ে যাওয়া , আমার জীবনের কিছু অমলীন মুহূর্তের কথা । আর আমার বিশ্বাস , এই উপন্যাসে সকল বয়সের , সকল সময়ের পাঠকেরা নিজের নিজের জীবনকাহিনীর প্রতিচ্ছবি দেখতে পাবেন , আরাে একব ছুঁতে পারবেন নিজের গােপন অনুভূতি , রঙীন স্মৃতিগুলিকে । আমার অনেক বন্ধু বান্ধব , ছাত্রছাত্রীরা আমাকে আমার প্রেমের গল্প , বই হিসাবে লিখতে বলেছে । এখন ভাবলা সুযােগ যখন আছে , ' আগামী দিনের আলো'তেই আগে লিখি । দেখি আপনাদের কেমন লাগছে ! যদি ভালাে লাগে , তখন না বই হিসাবে প্রকাশিত করার কথা ভাববাে । তাই আমার প্রেমের উপন্যাসটি অনেকগুলি পর্বে ভাগ করে লিখতে চলেছি । দশ বছরের লম্বা প্রেমপর্ব বলে কথা লিখতে সময় তাে লাগবেই । পাঠকবন্ধুরা নিশ্চয়ই সেই সময়টুকু আমাকে দেবেন ? তবে একটা আর্জি , সকলের গােপনীয়তা রক্ষার উদ্দেশ্যে আমি বেশ কিছু নাম পরিবর্তিত করে লিখছি । এইটুকু দ্বিচারিতার জন্য আশা করি সুধীজন আমাকে ক্ষমা করে দেবেন । আজ তাহলে প্রথম পর্ব শুরু করি ? পর্ব ১ : " এক চৈত্রতে দেখা হল দুজনার আমি চিরকালই পড়াশােনা করতে খুব ভালােবাসি । মাধ্যমিকে দারুন রেসাল্ট করা , স্ট্যান্ড করা আমার স্বপ্ন । সে আমার ধ্যান জ্ঞান । তবে এমনিতে আমি বেশ মিশুকে । স্কুলে অনেক বন্ধু । বেস্ট ফ্রেন্ডও আছে একজন । তীব্র কম্পিটিশনের দরুন শত্রুও অনেক । আর অনেকের সাথে আমি নিজেই দূরত্ব তৈরি করে চলি , যারা একটু গােলমেলে , ইয়ে..মানে যাদের জীবনে বয়ফ্রেন্ড আছে বলে শােনা গেছে আর কি ! এককথায় আমি এক অতি সভ্য ভালাে মেয়ে । রূপচর্চা , বিউটি রেজিম ... ওসব এর ধারে কাছেও নেই । খুব ফর্সাও নই । বেশ রােগা পাতলা । আর তখন তাে আবার বয়কাট করে চুলও কাটা । আর একটু কম বয়সে ভর্তি হওয়ার দরুন বেশ ছােটখাটোও ।
Today is an event that is a very real part of my life with everyone, which is the best feeling of my life; I will share it. Now the question is who is this me? Cosmologically speaking, I am an earthly person, scientifically speaking I am a ham sapiens and man, politically speaking I am an Indian, ethnically speaking I am a Bengali. What do you think, I fell into the trap of a madman? So let's tell the real story without increasing your curiosity. I am not an ordinary person, I am not a Bollywood Tollywood star, I am not a millionaire businessman, I am not a famous politician or a sportsperson. In other words, I am not a celebrity of any kind. Then why do you read my love story? In fact, there is no separation in the last chapter of this love story. Instead, there is Madhuren Samapayet. But there is a long way to go from the germination of love to the transformation of love into a queen. The path of my love has never been straight, I want to tell you the story of the different turns of that path. Not a story, this is a love novel. Innumerable ups and downs, a tale of defeat and victory, which is told in every letter. Lost in the womb of time, some immortal moments of my life. And I believe that in this novel, readers of all ages, all ages will see the reflection of their own life stories, and will be able to touch their own hidden feelings, colorful memories. Many of my friends, students have asked me to write my love story, as a book. Now that I have the opportunity to think, I will write first in the light of the next day. Let's see how you feel! If you like it, don't think of publishing it as a book. So I am going to write my love novel in many episodes. It will take time to write about a ten year long love affair. Readers must give me that time? However, in order to protect the privacy of everyone, I am writing several petitions. I hope Sudheejan will forgive me for this double standard. Let's start the first episode today? Episode 1: "I met the two of them in a chaitra. I love to study forever. It is my dream to get great results in the medium. It is my meditation knowledge. But I am very friendly. I have many friends at school. Lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots and lots Not very fair, very thin, very thin, and then he boycotted it again and cut his hair.
next পরবর্তী -- আমার জিবনের সত্য প্রেমের গল্প, love story
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন