আমার জিবনে সত্য প্রেমের গল্প - 2, The story of true love in my life - 2

 এক কথায় বলতে গেলে , আমার গল্পের নায়িকা আমি নিজেই, মাধ্যমিক পরীক্ষার সফল স্টুডেন্টদের তালিকাভুক্ত নিরীহ মেধাবী ছাত্রীদের মত দেখতে ছাত্রদের মতােও বলতে পারেন , বয়কাট কিনা ! ) । বরাবর গার্লস স্কুলে পড়েছি । মাধ্যমিক অবধি খুব একটা টিউশনও ছিল না । যেগুলি ছিল সবকটিতেই শুধু মেয়েদের ব্যাচে এই পড়েছি । মানে আমার কখনাে ছেলেদের সাথে বন্ধুত্ব করার সুযােগই হয়নি । স্বভাবতই আমি এই ব্যাপারে বেশ নার্ভাস ছিলাম । এবং ' পুরুষ ' বলতে নিজের বাড়ির পুরুষ সদস্য ছাড়া সেরকম কোন অভিজ্ঞতাই নেই । আমরা দুই বােন । বাবা রেয়ন কারখানায় অফিসার । মা গৃহবধূ । দিদি আমার থেকে প্রায় দশ বছরের বড়ো । পেশায় প্রাথমিক শিক্ষিকা , বিবাহিত । একটি মেয়েও আছে ক্লাস টু এ পড়ে । জামাইবাবুকে আমি ছােট থেকেই দাদা বলেই ডাকি । সেও রেয়নেই চাকরি করেন । আমার মা বাবার প্রেমের বিয়ে , দিদিরও । কিন্তু এমন পরিবারের মেয়ে হয়েও এই প্রেম ব্যাপারটা আমার একদমই পছন্দ ছিলনা । আমার মতে যা কিছু হয়ে যাক পৃথিবীতে , পড়াশােনা সবার আগে । কারাের জন্য , কিছুর জন্য তা কম্প্রোমাইজ করা যায় না । আর প্রেম সেই পথে বাধা সৃষ্টি করতে পারে বলেই তা আমার পছন্দের তালিকায় নেই । তাই আমি ওসব প্রেমটেম নিয়ে একদম ভাবি না । আর হৃত্বিক রােশান ছাড়া কোন ছেলের দিকে তাকাই না । আমি বরাবর বিজ্ঞানের প্রতি খুব আগ্রহী । টেস্ট পরীক্ষাতে স্কুলে তৃতীয় হয়েছি , বিজ্ঞান বিষয় গুলিতেই বেশি ভালাে ফল করেছি । তাই সাইন্স নিয়ে পড়ব মনস্থির করেই নিয়েছি । মাধ্যমিক হয়ে গেছে । বেশ ভালাে হয়েছে পরীক্ষা । এখন আমার লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া । ডাক্তারি , ইঞ্জিনিয়ারিং বা উচ্চশিক্ষা ওসব নিয়ে এখনাে কিছু ভাবিনি । আপাতত শুধু সাইন্স পড়াতেই মনযােগ দিতে চাই । মাধ্যমিকের রেজাল্ট  বেরােনাের আগেই ক্লাস ইলেভেনের সাইন্সের টিউশন শুরু হয়ে গেল , কিন্তু আমি পড়ে গেলাম মহা মুশকিলে । এখন তাে আর আগের মত আলাদা করে মেয়েদের ব্যাচ পাবাে না । কি আর করবাে ! মনে একরাশ দুশ্চিন্তা আর খানিকটা দ্বিধা নিয়েই সাইলের জন্য চারটি আর বাংলা ইংরিজির জন্য একটি কমন টিউশনে ভর্তি হলাম । তখনও জানিনা , আমার জীবনের সেরা মুহূর্তগুলাে এখানেই সৃষ্টি হতে চলেছে । সবার প্রথমে শুরু হল কেমিস্ট্রি টিউশন । তারিখটা আমার আজও মনে আছে , 24 এ মার্চ 2008। সকাল সাড়ে ছটায় স্যার পড়ানাে শুরু করবেন । আমি সবসময় খুব পাংকচুয়াল , তাই সােয়া ছটাতেই পৌঁছে গেছি । ওমা গিয়ে দেখি বারান্দায় সবই প্রায় ছেলেদের চটি , জুতাে খােলা । কোনাে মেয়েদের চটি নেই । আমি তাে পুরাে ঘাবড়ে গেলাম । কি করি ?! ভেতর থেকেও শুধু ছেলেদেরই কথার , হাসির শব্দ ভেসে আসছে । খুবই নার্ভাস লাগছিল আমার । এইসময় মুশকিল আসান হয়ে একটি মেয়ে এসে পৌঁছল । আমি কিন্তু তাকে চিনি না । এসেই আমাকে প্রশ্ন করল , " হাই । এখানে দাঁড়িয়ে কেন ? ভেতরে যাসনি ? " " এই এমনিই । এক্ষুণি এলাম তাে । " ওকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম । কিন্তু ওকে ভেতরে না ঢােকার কারণটা তাে আর বলতে পারছিনা । তাই কোনােরকমে ম্যানেজ করলাম । মেয়েটি ভেতরে ঢুকে গেল , আমিও সুযােগ বুঝে ওর পেছন পেছন ভেতরে ঢুকে গেলাম ।

In a word, the protagonist of my story, I myself, an innocent meritorious student listed as a successful student of secondary examination, can also say in the opinion of the students, whether it is a boycott or not!  ).  I went to girls school together.  There was not much tuition till secondary.  I read this in all the girls' batches.  I mean, I've never had the opportunity to make friends with boys.  Naturally I was quite nervous about this.  And to say 'male' is to have no experience with any male other than the male member of one's own household.  We are two Bains.  Father Rayon is an officer in the factory.  Mother is a housewife.  Didi is about ten years older than me.  Primary teacher by profession, married.  There is also a girl in class two.  I have called my son-in-law grandfather since I was six.  He also works in Rayon.  My parents love marriage.  Didi's love marriage.  Being the daughter of such a family, I did not like this love affair at all.  In my opinion, whatever happens in the world, education is first and foremost.  For whom, for something, it cannot be compromised.  And it's not on my list of favorites because love can get in the way.  So I don't think about all those loves.  And I don't look at any boy except Hrithik Ration.  I have always been very interested in science.  I came third in the school in the test, I did better in science subjects.  So I decided to study science.  Has become secondary.  The test has been quite good.  Now my goal is to move forward.  I haven't thought about medical, engineering or higher education yet.  For now, I just want to focus on teaching science.  The science tuition of class eleven started before the result of secondary school, but I fell into great difficulty.  Now she doesn't get a separate batch of girls like before.  What else to do!  With a lot of anxiety and a little hesitation in my mind, I was admitted to four for Sail and one common tuition for Bengali and English.  I still don't know, the best moments of my life are going to be created here.  First of all, chemistry tuition started.  I still remember the date, March 24, 2008.  Sir will start teaching at 6:30 in the morning.  I'm always very punkchual, so I reached Saeya Chhatai.  I went to Oma and saw that almost all the boys in the verandah were playing in their shoes.  There are no girls in the corner.  I panicked.  What do I do ?!  Even from inside, only the words of the boys, the sound of laughter is coming.  I looked very nervous.  At this time a girl came with difficulty.  But I do not know him.  He asked me, "Hi. Why are you standing here? Didn't you go inside?"  But I can't tell him the reason for not covering him.  So I somehow managed.  The girl went inside, I also understood the opportunity and went inside behind her.

next -- আমার জিবনে সত্য প্রেমের গল্প 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার জিবনের সত্য প্রেমের গল্পকথা, The true love story of my life

আমার জিবনের প্রথম প্রেমের গল্প

মধ্যস্থতা বিবাদ নিষ্পত্তির অন্যতম উপায় Mediation is one of the ways to resolve disputes