আমার জিবনে একটি সত্য প্রেমের গল্প, love story

 ঘরটা মােটামুটি সাইজের । সামনের দেওয়ালে একটা সাদা বাের্ড লাগানাে । তার পাশে একটা তাকে অনেকগুলাে মােটা মােটা রসায়নের বই । ডান দিক থেকে শুরু করে দরজা পর্যন্ত দেওয়াল ঘেঁষে ছেলেরা বসে । বাঁ দিকটা পুরাে খালি , মেয়েদের জন্য । আমি এক অদ্ভুত লজ্জায় কারাের দিকে তাকাতে পারছিলাম না । চুপচাপ গিয়ে যতটা সম্ভব বাঁ দিকের দেয়াল ঘেঁষে বসলাম । মেয়েটি আমার পাশেই ব্যাগ রাখলাে , কিন্তু গিয়ে বসল ছেলেদের কাছে । ওরা বেশিরভাগই ওর পরিচিত বা বন্ধু বােঝাই গেল । আমি চুপচাপ খাতা বের করে বসে রইলাম , মাথা নিচু করে । ওদের কথােপকথন , হাসাহাসি কানে আসছিল । বুঝলাম মেয়েটির নাম তৃষা । সে শহরের একটি অত্যন্ত নামি স্কুলের ছাত্রী । কিছুক্ষণ এর মধ্যেই আরাে মেয়েরা আসতে থাকলাে । এদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত হওয়ায় আমি স্বস্থি পেলাম । দু তিন জন আমার পুরনাে বন্ধুদেরও পেলাম । তবে তাদের মধ্যে খুব কমই আমার স্কুলের । যাই হােক স্যার এসে পড়লেন । সবার সাথে আলাপ পরিচয় করলেন । সকলের টেস্টের নাম্বার জানতে চাইলেন । সবার নম্বর শােনার পর আমি দেখলাম এখানে আমার চেয়ে বেশি পেয়েছে এরকম মাত্র তিন জন রয়েছে । তৃষা , মন্দিরা বলে আরেকটি মেয়ে আর রাহুল নামের একটি ছেলে যে কিনা রামকৃষ্ণ মিশনের ছাত্র । আমি চিরকালই একটু প্রতিযােগী মনােভাবের ছিলাম । তাই মনে মনে ঠিক করে নিলাম , এদের থেকে আমাকে ভালাে করতেই হবে । এরপর স্যার পড়ানাে শুরু করলেন । প্রথমেই কি বই কিনতে হবে তাই নিয়ে আলােচনা শুরু হল । উনি দুটি বইয়ের নাম বললেন আমরা লিখে নিলাম । ওমা দেখি রাহুল বলে ছেলেটি ওই দুটির মধ্যে থেকে একটি বই এগিয়ে দিল । ও বাবা এর মধ্যে বই কেনাও হয়ে গেছে ! ভিড়ের মাঝে আমি ছেলেটির মুখও দেখতে পেলাম না সেভাবে কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারলাম যে এ আমার  কম্পিটিটর হতে পারে । তখন বুঝিইনি যে অলক্ষ্যে বিধাতা হাসছেন ।

পরবর্তী অংশ -- আমার জিবনে সত্যি প্রেমের গল্প

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার জিবনের সত্য প্রেমের গল্পকথা, The true love story of my life

বিয়ের আসরে মহাভারত

আমার জিবনের প্রথম প্রেমের গল্প