আমার জিবনের প্রথম প্রেমের গল্প
আসলে গীতশ্রীও আমার মতই চিরকাল সিরিয়াস ছাত্রী ছিল । এইসব প্রেমট্রেম নিয়ে কোনদিনও মাথা ঘামাত না , তাই বােধ হয় ওর সাথে আমার এত গভীর বন্ধুত্ব ছিল । আর এই জন্যেই আজ সরাসরি ওকে কিছু বলতে আমার কেমন যেন বাধবাধ ঠেকছিল । অথচ না বললেও শান্তি পাচ্ছি না । তাই খানিকটা কৌশলের সাহায্য নিলাম । " হ্যাঁ রে , আমাদের ব্যাচের ছেলেমেয়েদের সম্পর্কে তাের কি ধারণা ? " | কোন ব্যাচের ? ম্যাথের গুলােতাে সব পুরােন পাপী । তুই তাে নতুন ঢুকেছিস , আমি তাে টেন থেকেই ওই স্যারের কাছে পড়ি । কিন্তু আমি শিওর ছিলাম না ইলেভেনেও পড়বাে কিনা । তাই পরে জয়েন করলাম । স্যার বিদিশাদের একটু বেশিই তােল্লাই দেয় । আমাদের স্কুলেরগুলাে তাও ভালাে । না না ম্যাথের ব্যাচের কথা বলা হচ্ছে না অন্য গুলাে। আমি গলাটা বেশ মােলায়েম করে বললাম , " তুলনায় কেমিস্ট্রি ব্যাচটা বেশ ভালাে বল ? তা যা বলেছিস । স্যার কিন্তু বেশ রাগি । তাই কেউ ঝামেলা করার সুযােগই পায়না । তাছাড়া আমাদের ব্যাচটা বেশ ভালাে । " আমি কেমন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম । বিজ্ঞের মত মাথা নেড়ে আবার শুরু করলাম , তাের কাকে বেশি কম্পিটিটর বলে মনে হয় ? দেখ তৃষা ব...